
রাতের গভীরে কিছু নিকুলিচা থাকে বোধয়
তা নাহলে কেন রাতের মধ্যে এত আলো হবে
এত আলো চোখে সয়না
মরে যেতে হয় কিছুক্ষণের জন্য
অমরিত অজস্র প্রেত গান গায়
গান শেখেনি কোনোদিন
তবু তারা গান গায় কেন
এ দেশে যারা গাড়িতে চলে
তারা হাটেনা
যারা হাটে
তারা গাড়িতে চড়েনা
তুমি ভালো আছোতো সুরঞ্জনা ?
তুমি চলে এসো প্লিজ
এখানে প্রেম করে সুখ নেই
এরা প্রেম মানে বোঝে বিয়ে
কী কাণ্ড বোঝ
বিয়ে কি নিজেকে ছাড়া কাউকে করা যায়
প্রকৃতি সইবে এ অনাচার ?
তুমি চলে আসো সুরঞ্জনা
এখানে সমুদ্রে ডুবে মরি দুজনে ।